৫০০টাকার মধ্যে কম্পিউটারের জন্য সেরা ৫টি কিবোর্ড

 আসসালামুআলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক বাউন্ডারের নতুন আরেকটি ব্লগ পোস্টে। আজকের পোস্টটি মূলত যারা কম দামের ভিতরে মানে 500 টাকার ভিতরে সেরা কিবোর্ড কিনতে চাচ্ছেন তাদের জন্য

আমাদের মধ্যে প্রায় সবারই বাড়িতে একটা কম্পিউটার থাকে এবং সেটার জন্য প্রয়োজন হয় একটা কিবোর্ড। কিন্তু আপনার বাজেট খুবই কম 500 টাকার ভিতরে।আর আপনি চাচ্ছেন 500 টাকার ভিতরে সেরা কিবোর্ড কিনতে কিন্তু এই দামের মধ্যে সেরা কীবোর্ড সম্পর্কে জানতে পারছেন না।
আরো পড়ুন: গরুর মাংসের সুস্বাদু কালা ভুনা রেসিপি
চিন্তার কোন কারণ নেই আজকের ব্লগ পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব 500 টাকার ভিতরে সেরা ৫টি কম্পিউটার কিবোর্ড।তো চলুন একে একে জেনে নেয়া যাক 500 টাকার ভিতরে সেরা ৫টি কীবোর্ড সম্পর্কে।

MaxGreen K8830 - কমদামে সেরা কিবোর্ড

প্রথম আমাদের কাছে যে কিবোর্ডটি MaxGreen কোম্পানির। এটি একটি তার ওয়ালা কিবোর্ড। MaxGreen কিবোর্ড এর জন্য একটি বিখ্যাত কোম্পানি। এই কিবোর্ড টি 500 টাকার ভিতরে সেরা একটি কিবোর্ড হতে পারে। এই কিবোর্ড এর দাম মাত্র 300 টাকা ‌।

 300 টাকার সেরা একটি কিবোর্ড এটি। শুধু এটির দামি কম নয় এই কীবোর্ডটি মোটামুটি অনেক টেকসই দাম অনুযায়ী। চলুন জেনে নেয়া যাক এর স্পেসিফিকেশন সম্পর্কে।

  • মডেল: Max Green K8830
  • কানেকশন টাইপ: USB
  • Key সংখ্যা : 101-106
  • তারের পরিমাণ: 1.5Metres
  • কিবোর্ডের দাম: 300 টাকা

Fantech FTK-801 - কমদামে সেরা কিবোর্ড

আমাদের লিস্টে থাকা দ্বিতীয় কিবোর্ডটি হচ্ছে Fantech কোম্পানির FTK-801 মডেলের কিবোর্ডটি ‌। 400 টাকার ভিতরে এটি একটি সেরা কিবোর্ড। এই কিবোর্ডে আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। আপনার বাজেট 350 টাকার মত হয়ে থাকলে এই কিবোর্ডে নিতে পারেন। এটির দাম হচ্ছে 350 টাকা। চলুন জেনে নেয়া যাক এর স্পেসিফিকেশন সম্পর্কে।

  • মডেল: Fantech FTK-801
  • কি সংখ্যা: 23 keys ( inclued 4 office hotkeys: Home, tab, email, calculator )
  • কানেকশন: USB2.0
  • পাওয়ার সাপ্লাই: USB Port
  • ফিচারস: Mini,Novelty,Slim
  • কিবোর্ড এর দাম: 350 টাকা
Havit KB613 Keyboard - কমদামে সেরা কিবোর্ড

আমাদের লিস্টে থাকা তৃতীয় কিবোর্ডটি হচ্ছে Havit কোম্পানির KB613 মডেলের কিবোর্ডটি। এই কিবোর্ড 400 টাকার ভিতরে সেরা কিবোর্ড। এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারস হচ্ছে এখানে আপনি সরাসরি বাংলা টাইপিং এর বাংলা স্বরবর্ণের বাংলা বাটন পাচ্ছেন।

 আপনার বাজেট যদি 400 টাকার ভিতরে হয়ে থাকে তাহলে এই কিবোর্ডটি চোখ বন্ধ করে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে

  • মডেল: Havit KB613
  • কানেকশন:USB Multimedia 
  • বাটন সংখ্যা: 112 numbers
  • তারের পরিমাণ: 1.35 মিটার
  • কিবোর্ড এর দাম: 375 টাকা

HAVIT HV-KB327 - কমদামে সেরা কিবোর্ড

আমাদের লিস্টে থাকা চতুর্থ কিবোর্ডটি হচ্ছে HAVIT কোম্পানির HV-KB327 মডেলের কিবোর্ডটি। হেবিট কোম্পানিটি কিবোর্ড এর জন্য অনেক ভালো একটি কোম্পানি। 

এই কিবোর্ডটি 400 টাকার ভিতরে দেখতে অনেকটা সুন্দর যা এই বাজেটে সচরাচর দেখা যায় না। আপনার বাজেট 400 টাকার মত হয়ে থাকলেই কিবোর্ডটি নিতে পারেন। চলুন জেনে নেয়া যাক এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।

Specification:

  • মডেল: HAVIT HV-KB327
  • কানেকশন টাইপ: USB
  • তারের দৈর্ঘ্য: 1450 মিলিমিটার
  • প্রোডাক্ট এর ওজন: 599 গ্রাম
  • কিবোর্ড এর দাম: 425 টাকা

Havit KB329 - কমদামে সেরা কিবোর্ড

আমাদের লিস্টে থাকা সর্বশেষ এবং পঞ্চম বাজেট কিবোর্ডে হচ্ছে Havit কোম্পানির KB329 মডেলের কিবোর্ডটি। 500 টাকার ভিতরে সেরা কিবোর্ড। এটি দেখতে অতটা সুন্দর নয়। কিন্তু এই কিবোর্ডটি বাজেট অনুযায়ী টাইপিং করে আপনি অনেক ভালো এক্সপেরিয়েন্স পাবেন । 

আরো পড়ুন: মোবাইল দিয়ে টাকা ইনকামের উপায়

আপনি যদি একটি কিবোর্ড 500 টাকার ভিতরে একটি কিবোর্ড নিয়ে অনেকদিন ধরে আরামসে টেকনিক্যাল সব ধরনের ঝামেলা ছাড়া ব্যবহার করতে চান তাহলে এই কিবোর্ড টি আপনার জন্য। আপনি চাইলে একে ভোট নিতে পারেন চলুন 500 টাকার ভিতরে সেরা এই কিবোর্ড এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জেনে নেয়া যাক।

Specification:

  • মডেল: HAVIT KB329
  • কানেকশন: USB টাইপ
  • তারের দৈর্ঘ্য: 1.5 মিটার
  • মাত্রা: 306x126x26 মিলিমিটার
  • কিবোর্ডের দাম: 480 টাকা

শেষ কথা:

এই ছিল আমাদের আজকের আর্টিকেল । আশা করি আমাদের এই আর্টকেল আপনাকে ৫০০টাকার সেরা কিবোর্ড টি কেনার সিদ্ধান্ত গ্রহণে একটু হলেও সাহায্য করেছে।আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে আমাদের ফেইসবুক পেইজে যোগাযোগ করুন।এতক্ষণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। 

JSON Variables

{ relatedPostsNum: "4", viewAllText: "View all", followByEmailText: "Get all latest content delivered straight to your inbox.", commentsSystem: "blogger", disqusShortname: "templateify-theme" }

Logo

{getFeatured} $results={5} $label={recent}

Main Tags